আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের মধ্যে অন্তত ৪০ হাজার এতিম শিশু রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ওই ইউনিয়নের মানবিক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টিলিয়ানিডেস বুধবার ঢাকায় এ কথা জানিয়ে বলেন, এসব শিশু রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দুর্বিষহ জীবনযাপন করছে।

তিনি জাতিগত শুদ্ধি অভিযানের শিকার হয়ে মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলমানের বাংলাদেশে প্রবেশের ঘটনাকে ‘বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকট’ বলে উল্লেখ করেন।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সেদেশের সেনাবাহিনী জাতিগত শুদ্ধি অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রায় ছয় হাজার মুসলমান নিহত ও অপর অন্তত আট হাজার মানুষ আহত হয়েছে। এ ছাড়া, নির্যাতন থেকে রক্ষা পেতে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

(ওএস/এসপি/নভেম্বর ০২, ২০১৭)