কিশোরগঞ্জ প্রতিনিধি : অফিস সহকারীদের পদবি পরিবর্তনসহ আনুপাতিক হারে বেতন স্কেল উন্নীত করার দাবিতে কিশোরগঞ্জে কালেক্টরেট কর্মচারীদের আজ মঙ্গলবার থেকে দুদিনের কর্মবিরতি পালন কর্মসূচি শুরু হয়েছে।

সকাল ৯ টায় কর্মচারীরা অফিসে হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্মবিরতি শুরু করেন। পরে কালেক্টরেট প্রাঙ্গনে তারা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মো: ইব্রাহীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল মনসুর খানের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে কালেক্টরেটের বিভিন্ন শাখার কর্মচারীরা অংশ গ্রহণ করেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে নেতৃবৃন্দ ঘোষণা করেন।
দাবি মানা না হলে ৭ জুলাই থেকে তিনদিনের কর্মবিরতি কর্মসূচি দেওয়া হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।
(পিকেএস/এএস/জুলাই ০১, ২০১৪)