স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, দেশে স্বাধীনতাবিরোধী গোষ্ঠী এখনও সক্রিয় থেকে নানামুখী ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্র রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচিত উন্নয়নের ধারা অব্যাহত রাখাই হোক জেল হত্যা দিবসের অঙ্গীকার।

তিনি বলেন, ১৯৭১ সালে জাতির পিতার অবর্তমানে জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধকে সফলতার দিকে নিয়ে গিয়েছিলেন। এ কারণেই মুক্তিযুদ্ধের বিরোধী চক্র ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর চক্রান্ত সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে কাপুরুষের মতো জেলের ভেতরে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। তাদের ষড়ষন্ত্র আজও বিদ্যমান রয়েছে। তাই সবাইকে সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন ও ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।

জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় বিএসএমএমইউর বি-ব্লকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি এ সব কথা বলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রি. জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুণ, অতিরিক্ত রেজিস্ট্রার ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, স্বাচিপ ও বিএসএমএমইউর সাংগঠনিক সম্পাদক কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হাবিবুর রহমান, উপ-রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন ও মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, সহকারী পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, ডা. শেখ ফয়েজ আহমেদ, কর্মকর্তা মো. আমিনুল ইসলাম পলাশ, মো. আজিজুর রহমান, চন্দ্রা রায়, মো. সাইফুল হোসেন, মো. মোস্তাফিজুর রহমান জুয়েল, সঞ্জীব কুমার রায়, সুমন দাস, মো. শফিকুল ইসলাম, মো. বেলাল হোসেন, প্রশান্ত কুমার মজুমদার প্রমুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিএসএমএমইউ শাখা এবং কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

(ওএস/এসপি/নভেম্বর ০৩, ২০১৭)