আন্তর্জাতিক ডেস্ক : সিডনিতে সন্ত্রাসী হামলার চক্রান্তের দায়ে পাঁচজনের কারাদণ্ড দিয়েছেন অস্ট্রেলিয়ার একটি আদালত। তাদের মধ্যে একজন কিশোরও রয়েছে। ২০১৪ সালে হামলা চালানোর আগেই নিউ সাউথ ওয়েলসের পুলিশ তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়।

মামলার শুনানিতে বলা হয়, সিডনিতে দেশটির পুলিশের ভবন এবং লিথো শহরের পার্শ্ববর্তী একটি কারাগারে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন ওই পাঁচজন। অস্ত্র ও গোলাবারুদ নিয়ে হামলার পরিকল্পনা ছিল বলেও শুনানিতে উল্লেখ করা হয়।

হামলার মূল পরিকল্পনাকারী ২২ বছর বয়সী সুলায়মান খালিদকে ২২ বছর ছয় মাস কারাদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া তাকে ধার্মিক সন্ত্রাসী বলেও উল্লেখ করেন বিচারক গেফারি বিল্লো।

এছাড়া জিব্রাইল মাওয়ী (২৪), মুহাম্মদ আল মাওয়ী (২২), ফরহাদ (২৫) এবং ১৭ বছরের এক কিশোর রয়েছে। তাদেরকে নয় বছর থেকে ১৮ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন আদালত।

(ওএস/এসপি/নভেম্বর ০৩, ২০১৭)