গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তারেক রহমান লন্ডনে রাষ্ট্রীয় অবমাননাকর উক্তি করায় ও খালেদা জিয়ার সমর্থনের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ শনিবার সকালে এ কর্মসূচীর আয়োজন করে।

এ কর্মসূচীতে টুঙ্গিপাড়ায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ স্বতস্ফূর্ত অংশগ্রহন করে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাটগাতী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, প্রেস ক্লাবের সভাপতি বিশ্বাস সিরাজুল হক পান্না, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. এমদাদুল হক মুন্সি, আওয়ামীলীগ নেতা মো. শুকুর আহম্মেদ, শেখ সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শহিদুল ইসলাম, শৈলেন্দ্র নাথ মন্ডল, মো. আসলাম সরদার, নুরুল আমিন চাঁনমিয়া, ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন খোকন প্রমুখ।
বক্তারা বলেন, খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃত করে বঙ্গবন্ধুর ত্যাগ ও অবদানকে অস্বীকার করায় দেশের সংবিধান ও আইন লংঘন করেছে। তাদের এবং সমর্থনকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে অবিলম্বে গ্রেফতার করার জন্য সরকারের প্রতি তারা আহবান জানান।
(এমএইচএম/এএস/এপ্রিল ১২, ২০১৪)