চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্যারা শিক্ষক বা ভাড়াটিয়া শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। শিক্ষক সংকটের কারণে অভিভাবক কিংবা কমিটির লাকজন এই শিক্ষক নিয়োগ দিয়েছেন। এদের সম্মানী ভাতা অভিভাবকদেরই দিতে হচ্ছে। চাটমোহর উপজেলায় ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। নেই প্রয়োজনীয় সহকারী শিক্ষকও। ফলে প্রাথমিক শিক্ষায় চরম অব্যবস্থাপনা চলছে। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। 

উপজেলার সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাড়াটিয়া শিক্ষক ক্লাস নিচ্ছেন। এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করুণ অবস্থা বিরাজ করছে। এই বিদ্যালয়ে চলছে শিক্ষক সংকট। পাঠদানের জন্য ভাড়াটিয়া শিক্ষক রাখা হয়েছে। মোছাঃ নাছিমা খাতুন নামের ওই শিক্ষক প্রতিমাসে মাত্র এক হাজার টাকার বিনিময়ে ক্লাস নিয়ে থাকেন। স্কুলের প্রধান শিক্ষক নেই। আছেন সহকারী শিক্ষক দু’জন। এরমধ্যে এজন আছে ট্রেনিংয়ে।

স্কুলের সভাপতি আলহাজ্ব মোঃ দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেকবার শিক্ষক চাওয়া হলেও পাওয়া যাচ্ছে না। চাটমোহর উপজেলার বেশ কয়েকটি স্কুলে নিয়োগ দেওয়া হয়েছে প্যারা শিক্ষক। স্কুলের কমিটি কিংবা অভিভাবকরা এই শিক্ষক নিয়োগ দিয়েছেন।

চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম জানান, কমিটি বা অভিভাবকরা ইচ্ছে করলে প্যারা শিক্ষক রাখতে পারেন। তিনি শিক্ষক সংকটের কথা স্বীকার করেন।

(এসএইচএম/এসপি/নভেম্বর ০৩, ২০১৭)