নিউজ ডেস্ক : মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯ ডিভাইসের ধরন অনুযায়ী সব কিছু সাজিয়ে নেবে। ডেস্কটপ, সাধারণ ল্যাপটপ, ট্যাবলেট ও টাচ ল্যাপটপের জন্য আলাদা আলাদা ইন্টারফেস নিজেই তৈরি করে নেবে। এর জন্য আলাদা কোনো কমান্ড দেয়ার প্রয়োজন পড়বে না বরং অপারেটিং সিস্টেমটি হার্ডওয়্যার অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এই কাজটি করবে।

মূলত ব্যবহারের জটিলতার কারণেই খুব একটা জনপ্রিয়তা লাভ করেনি উইন্ডোজ ৮। মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেমটি টাচভিত্তিক ডিভাইসগুলোর জন্যই তৈরি করা হলেও ডেক্সটপ ও সাধারণ ল্যাপটপের জন্য এর ইন্টারফেসটা একটু ঝামেলার ছিল। তাই অধিকাংশ ব্যবহারকারীই তাই এখনো আটকে আছেন উইন্ডোজ ৭ এ।

তবে উইন্ডোজ ৯ এ এই সমস্যাটা থাকবে না। এটা টাচভিত্তিক ডিভাইসে টাচ সুবিধাসম্পন্ন ইন্টারফেস দেবে আবার ডেস্কটপ ও ল্যাপটপের জন্য মাউস-কিবোর্ডের জন্য সুবিধাজনক ইন্টারফেস দেবে।

অপারেটিং সিস্টেমের দেয়া ডিফল্ট ইন্টারফেসের পাশাপাশি ব্যবহারকারী চাইলে পছন্দ মতো ইন্টারফেস ব্যবহার করতে পারবেন।

আগামী সেপ্টেম্বরের দিকে উইন্ডোজ ৯ এর প্রিভিউ ভার্সন বের হওয়ার কথা। সে পর্যন্ত ব্যবহারকারীদের নতুন এই সুবিধাটির স্বাদ নেয়ার জন্য অপেক্ষা করতে হবে।

(ওএস/অ/জুলাই ০১, ২০১৪)