রহিমা বিবিদের ঘরে আজীবনই কেঁদে যায় মানবতা

আসছে শীত, দু:শ্চিন্তায়- রহিমা বিবি, কাঁপছে পরান দুরু, দুরু,
পাতা ঝরার অবেলায়, বুঝি তার দু:খের দিনও হলো আবার শুরু !

ধ্বংসস্তুপ ঘর বাড়ি, ফসলহীন জমি, দিন মজুরিও না চলে তার
নুন আনতে পান্তা ফুরায় রোজ, অকালে কর্মে- অক্ষমও ভাতার !

গত শীতে ত্রাণ কর্মীদের কাছ থেকে একটি কম্বল পেয়েছিলো সে,
তাও এবার ভেসে গেলো তার , অসময়ে বানের জল এসে ।

ছেলে-মেয়ে-নিজের কারোই নাই কোন মোটা কাপড় ,
আল্লাহই মালুম, দু:খের শীতে ঢাকবে কেমনে তাদের ছতর ।

ঢুকরে ঢুকরে কাঁদে রহিমা বিবি- মাথা করে নিচু ,
কার কাছে যাবে ? বড় লোকেরা কত ব‌্যস্ত, কত তাদের ইস‌্যু !

শীতের ভয়ে ভীত এরা, কারে কবে মনের দু:খের কথা –
তাইতো, রহিমা বিবিদের ঘরে আজীবনই কেঁদে যায় মানবতা !