স্টাফ রিপোর্টার : রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক সন্দেহে আল আমিন ওরফে জনির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জানিকে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক(ওসি-তদন্ত) আলী হোসেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার রাতে গোপালগঞ্জ থেকে জনিকে গ্রেফতার করে র‌্যাব।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় কাকরাইলের ভিআইপি রোডের ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী শারমিন মুক্তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে হত্যার পরিকল্পনাকারী হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়। শারমিনের ভাই জনি এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানানো হয়।

(ওএস/এসপি/নভেম্বর ০৫, ২০১৭)