নিউজ ডেস্ক : গুগলের একসময়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট অরকুট বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে নতুন করে আর কেউ অরকুট ব্যবহার বা অরকুটে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না বলে ঘোষণা দিয়েছে গুগলের ‘অরকুট টিম’।

তবে বর্তমানে যেহেতু অরকুটের ১০ লাখেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে, তাই বর্তমান সক্রিয় ব্যবহারকারীদের জন্য ৩০ সেপ্টেম্বর থেকে অরকুট বন্ধ করা হচ্ছে বলে জানা গেছে। গুগল জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে অরকুট সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হবে।

অরকুটের প্রকৌশলীদের পরিচালক পাওলো গোলহার জানান, বর্তমান অরকুট ব্যবহারকারীরা তাঁদের প্রোফাইলের তথ্য, পোস্ট, ছবি গুগল টেকআউট (https://www.google.com/settings/takeout) সেবা ব্যবহার করে সরিয়ে নিতে পারবেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অরকুট বন্ধ হয়ে যাবার পেছনে বেশ কয়েকটি যুক্তিসঙ্গত কারণ রয়েছে, যেমন :

* সামাজিক যোগাযোগ সাইট হিসেবে ২০০৪ সালে অরকুট যাত্রা শুরু করলেও, পরবর্তীতে জনপ্রিয়তার প্রতিযোগিতায় ফেসবুক ও টুইটারের সঙ্গে সাইটটি পেরে ওঠেনি।

* ২০০৮ সাল পর্যন্ত ব্রাজিল, ভারত এবং আরো কয়েকটি দেশে অরকুট জনপ্রিয় হলেও, অন্যান্য দেশে ফেসবুক জনপ্রিয় হয়। ২০১০ সালে ভারত ও ব্রাজিলেও অরকুটকে ছাড়িয়ে গেছে ফেসবুক। বর্তমানে অরকুটের যত ব্যবহারকারী রয়েছে তার মধ্যে ৫০ শতাংশ ব্যবহারকারী ব্রাজিল ও ২০ শতাংশ ব্যবহারকারী ভারতের।

* গুগলের সামাজিক যোগাযোগ সাইট হিসেবে অরকুট থাকার পরও, ফেসবুকের সঙ্গে পাল্লা দিতে গুগল কর্তৃপক্ষ ২০১০ সাল গুগল প্লাস নামে নতুন আরেকটি সামাজিক যোগাযোগ সাইট প্রতিষ্ঠা করে।

* গত এক দশকে গুগলের ইউটিউব, ব্লগার ও গুগল প্লাস জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই সেবার সঙ্গে পরিচিত হয়ে উঠেছে। এই কমিউনিটিগুলোর জনপ্রিয়তায় অরকুট সাইট https://support.google.com/orkut/answer/6033100?p=orkut&rd=1 ঠিকানা থেকে।