স্টাফ রিপোর্টার : গৌতম গোষের ‘পদ্মা নদীর মাঝি’ খ্যাত ভারতীয় অভিনেত্রী, গায়িকা ও সাংসদ রূপা গাঙ্গুলি সিপিএ সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য ভারতীয় জনতা পার্টির এ এমপি বলেছেন, ঢাকার অভিজ্ঞতা সবার মঝে ছড়িয়ে দেবেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (৭ নভেম্বর) আলাপকালে জনপ্রিয় এ অভিনেত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘যে কেউ যেকোনো সময় রাজনীতিতে আসতে পারেন। কেউ সিভিল সোসাইটিতে আছে বলেই যে তিনি রাজনীতিতে আসতে পারবেন না তা নয়। একজন কবি, শিল্পী, কিংবা শিল্পপতির যদি রাজনৈতিকবোধ থাকেন, কেন তিনি রাজনীতিতে আসতে পারবেন না?’

কমনওয়েলথভুক্ত এমপিদের বৃহৎ সংগঠন সিপিএ’র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। আগের দিন (সোমবার) সংসদীয় কার্যক্রমে নাগরিক সমাজের অন্তর্ভুক্তির এক প্রস্তাব সম্মেলনের কর্মশালায় পাস হলেও বাংলাদেশের ভোট ছিল তার বিরুদ্ধে।

অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা রূপা গাঙ্গুলি সিপিএ সম্মেলনে অর্জন সম্পর্কে বলেন, ‘আমরা ঢাকায় যা শিখলাম, সেই অভিজ্ঞতা সবার মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করব। বিশেষ করে কমনওয়েলথভুক্ত দেশসমূহের যুবাদের নেতৃত্ব, শিক্ষা নিয়ে কাজ করব। এ ছাড়া ভিসা সুবিধা বৃদ্ধির জন্য সিপিএভুক্ত দেশগুলোর একসঙ্গে কাজ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি দেশের একটি আলাদা আলাদা পরিচিতি আছে। যেমন আফ্রিকা রিজিয়নের অনেক স্পল ব্রাঞ্চে বিশেষত্ব আছে। আফ্রিকা খেলাধুলায় এগিয়ে। তেমনি বাংলাদেশে কৃষি ক্ষেত্রে এগিয়ে। বাংলাদেশের এই আইডেন্টিটি যদি অন্য দেশে নিয়ে যায় -এ বিষয়ে আমাদের কাজ করতে হবে।’

‘বাংলাদেশে আমি অনেক বারই এসেছি, কিন্তু এবারের অভিজ্ঞতা ভিন্ন। যতই দিন যাচ্ছে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।’ -বলেন ভারতীয় জনতা পার্টির এ এমপি।

(ওএস/এসপি/নভেম্বর ০৭, ২০১৭)