রাজশাহী প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামি ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বেগ এই তথ্য জানান।

উপাচার্য বলেন, প্রাথমিকভাবে আগামি ২৪ অক্টোবর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। তবে এই সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটি চূড়ান্ত করবে।

তিনি আরও বলেন, আমরা খুব শিগগির ভর্তি পরীক্ষার আবেদনের যাবতীয় নিয়মাবলী এবং বিস্তারিত সময়সূচি রুয়েটের (www.ruet.ac.bd) ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

তিনি জানান, রুয়েটের ১০টি বিভাগে মোট ৭২৫টি আসনে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।