স্টাফ রিপোর্টার : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে না পাওয়া মর্মে রাতে (মঙ্গলবার দিনগত রাত) খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ সিজারের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন জিডিতে উল্লেখ করেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোবাশ্বর হোসেন গতকাল (৭ নভেম্বর, মঙ্গলবার) সকাল ৭টা থেকে নিখোঁজ।

জিডি নং: ৪৭১তাং: ৭/১১/১৭। জিডি করার বিষয়টি নিশ্চিত করেছে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান।

এ বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ জানান, সমাজবিজ্ঞান অনুষদে খোঁজ নিয়ে জেনেছি মঙ্গলবার (৭ নভেস্বর) মুবাশ্বার হাসান বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং কাজ করেছেন। এরপর বিকেল থেকে তার ফোন বন্ধ বলে সহকর্মীরা জানিয়েছেন। তিনি কেন, কিভাবে নিখোঁজ তা জানি না।

(ওএস/এসপি/নভেম্বর ০৮, ২০১৭)