স্টাফ রিপোর্টার : এমিরেটস এবং ফ্লাইদুবাইয়ের কোডশেয়ার গন্তব্য নেটওয়ার্কে বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটসহ বিশ্বের আরও ১৬টি নগর অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এসব গন্তব্যের যাত্রীরা এখন এমিরেটস বা ফ্লাইদুবাইয়ের ইস্যুকৃত একক টিকেটেই ভ্রমণ করতে পারবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন এ ব্যবস্থার মাধ্যমে এ দুই এয়ারলাইনসের সম্মিলিত গন্তব্যের সংখ্যা ২০২২ সাল নাগাদ ২৪০টিতে উন্নীত হবে।

নতুন এ ব্যবস্থায় যাত্রীরা তাদের ট্রাভেল এজেন্ট, এমিরেটস কন্টাক্ট সেন্টার ও মনোনীত এজেন্সির সাহায্যে আজ (৮ নভেম্বর) থেকে থেকেই টিকেট ক্রয় এবং ভ্রমণ করতে পারবেন।

কোডশেয়ার চুক্তির অধীনে এমিরেটসের বিজনেস ও ইকোনমি শ্রেণির যাত্রীরা ফ্লাইদুবাইয়ে ভ্রমণ করলেও সৌজন্যমূলক খাবার ও ব্যাগেজ অ্যালাউন্সসহ অন্যান্য সুবিধা পাবেন। আর কোডশেয়ার চুক্তির ফলে দুবাইয়ে ট্রানজিট সময় অনেকাংশে হ্রাস পাবে।

উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের যথাক্রমে ৩ এবং ৪ নং টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনা করে এমিরেটস এবং ফ্লাইদুবাই।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করছে। অন্যদিকে ফ্লাইদুবাই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে নিয়মিত চলাচল করছে।

(ওএস/এসপি/নভেম্বর ০৮, ২০১৭)