বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও সহকারী কমিশনার মো.আলমগীর হোসেন আজ (বুধবার) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ ভুয়া চিকিৎসককে রোগী দেখার সময় হাতে-নাতে আটক করেছে।

উভয় ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় বলে জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ছলিমাবাদ হযরত চিশতী ফার্মেসীর মাহবুবুর রহমান ও বাঁশগাড়ির নিমরাই মেডিক্যাল সার্ভিসের মামুন রাজ দীর্ঘদিন যাবত এমবিবিএস বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে এলাকার রোগী দেখছিলেন।

এ ছাড়া ভ্রাম্যমান আদালত আরো ২টি ফার্মেসীকে মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখার দায়ে ৫ হাজার টাকা করে অর্থদন্ড করেন।

ভুয়া ডাক্তারদ্বয়কে বাঞ্ছারামপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

(এফএ/এসপি/নভেম্বর ০৯, ২০১৭)