স্বার্থপরতা


স্বার্থপর এই পৃথিবীতে
আমিও এক স্বার্থপর
এতো এতো চিন্তা করেও
চিনতে ব্যর্থ আপন-পর।

স্বার্থবাদীদের মাঝে আমার
প্রয়োজনটুকুই শুধু চাই
স্বার্থের টানে নৈতিকতা-
বিসর্জনের পক্ষে নাই।

হিসেব নিকেশ মিলে নাতো
নানান স্বার্থপরতায়,
বুঝি সবই, কইনা কিছু
লজ্জা এবং জড়তায়।