হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে রাতের আধাঁরে উপজেলার স্বদেশী ইউনিয়নের মাছাইল গ্রামের  আঃ আজিজের পুত্র অটোচালক সোহেল মিয়া (৩০) খুন হয়েছে । শুক্রবার ভোর রাতে খুনের ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও সোহেলের বড় ভাই রাসেল মিয়া জানায়, তার ভাই ঘটনার দিন অটো না চালিয়ে বাড়িতে গৃহস্থালী কাজ করেন। সন্ধ্যায় নাওয়া খাওয়া শেষ করে বাড়ির পাশে চায়ের দোকানে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি । পরে রাত আনুমানিক ২ টার সময় পাশ্ববর্তী নড়াইল ইউনিয়নের পূর্ব নড়াইল গ্রামের গেনু মুন্সির ছেলে মোতালেবের শশা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা। খুনের প্রকৃত কারণ জানা যায়নি।

সকালে হালুয়াঘাট থানা পুলিশকে অবহিত করলে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএম ও ওসি কামরুল ইসলাম মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেন ।

এ ব্যাপারে ওসি কামরুল ইসলাম বলেন, লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। অভিযোগ অনুযায়ী তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তনিি জানান ।

(জেসিজি/এসপি/নভেম্বর ১০, ২০১৭)