চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ঘাসিখোলা গ্রামে বৃহস্পতিবার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে প্রথমে চাটমোহর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঘাসিখোলা গ্রামের আবুল হাশেম, আব্দুল মোতালেব ও জয়নাল হোসেন। অপর আহত মান্নানসহ দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আবুল হাশেমের অবস্থা আশংকাজনক।

আহত মোতালেব ও জমশেদ আলী জানান, ঘাসিখোলা গ্রামের রমজান আলী, মাসুদ, নাজমুল, ঠান্টু গং এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে তারা লাঠিসোটা নিয়ে আতর্কিত হামলা চালিয়ে বেধরক মারপিট করে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পিটিয়ে ও কুপিয়ে মোতালেব, হাশেম, জয়নালসহ পাঁচজনকে আহত করে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সবিজুর রহমান জানান, আহতদের অবস্থা আশংকাজনক। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, কেটে গেছে হাতের রগ। উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

থানার ওসি এসএম আহসান হাবীব জানান, এ বিষয়ে কোন অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।


(এসএইচএম/এসপি/নভেম্বর ১০, ২০১৭)