নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় অবৈধভাবে চালিত প্রায় দেড় শতাধিক পাওয়ার ক্রাশার (যন্ত্র চালিত আখমাড়াই কল) মালিকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে মিল প্রশাসন। মামলার পূর্ব প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে প্রায় এক’শ পাওয়ার ক্রাশার মালিকের নামে উকিল নোটিশ পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে তাদের সকলের নামে আইন অমান্য করে অবৈধভাবে আখমাড়াই করার অভিযোগে মামলা করা হবে।

নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা গেছে, চলতি ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুম শুরুর আগেই কতিপয় পাওয়ার ক্রাশার মালিক অবৈধভাবে আখমাড়াই শুরু করেছে। বর্তমানে আখমাড়াই এর কাজে ব্যবহৃত পাওয়ার ক্রাশারের সংখ্যা প্রায় দেড়শতাধিক।

এদিকে ২লাখ ৫০ হাজার মে.টন আখ মাড়াই করে ১৮ হাজার ৭শ মে.টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আগামি ১৭ নভেম্বর নর্থ বেঙ্গল সুগার মিলে ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুম শুরু হবে বলে জানাগেছে।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবাধে পাওয়ার ক্রাশারে আখ মাড়াই করা হলে মিলের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবেনা। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

(এডিকে/এসপি/নভেম্বর ১১, ২০১৭)