মৌলভীবাজার প্রতিনিধি : নান্দনিক আয়োজনে মৌলভীবাজারে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ১১ নভেম্বর সকালে জেলা যুবলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা হয় ।

এর পর জাতিরজনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা যুবলীগ নেতাকর্মীরা।

যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের নেতৃত্বে শহরের কুসুমবাগ এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর পেষ্টুন লাগিয়ে তিনটি হাতীকে সাজানো হয় অপরূপ সাজে , যুবলীগের র‌্যালীতে অংশ নিতে জেলার কমলগঞ্জ উপজেলা থেকে গতকাল রাতেই তিনটি হাতী শহরে পৌছে।

র‌্যালিতে দেখা যায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত প্লেকার্ড বহন সহ দলীয় পতাকার ডিজাইনে তৈরি করা লাল সবুজের ক্যাপ মাথায় দিয়ে অংশ নিচ্ছেন যুবলীগ নেতাকর্মীরা । এসময় কাপড়ের নৌকা ও শিশুদের বঙ্গবন্ধুর পোশাকের আদলে সাজসজ্জাসহ অংশ নেয়ার দৃশ্য রাস্থার দু’পাশের দর্শকদের দৃষ্টি কাড়ে।

র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনের এসে শেষ হয়েছে। শহীদ মিনার প্রাঙ্গনে বিপুল নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন মুহুর্তে ৪৫তম প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় জেলা যুবলীগ নেতৃবৃন্দ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সদ্য নির্বাচিত সভাপতি নেছার আহমদ, সাধারন সম্পাদক মিছবাউর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান,ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদদেব সজল, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহেদ।

(একে/এসপি/নভেম্বর ১১, ২০১৭)