জামালপুর প্রতিনিধি : জামালপুর সদরের নান্দিনা রেলস্টেশনের পশ্চিমে বাদেচাঁন্দি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ভটভটির ১০ যাত্রী আহত হয়েছেন।

আহতরা হলেন- রনরামপুর গ্রামের সামছুল হকের স্ত্রী জাহানারা (২৩), সফিকুলের স্ত্রী নূরনাহার (২২), জবেদ আলীর স্ত্রী রুবিয়া (৩৫), মাসুদের স্ত্রী চম্পা (২২), ছোঁয়ামণি (১), বৃষ্টিমণি (২), মুরছালিম (২), ভটভটি চালক মুকুল (২৩)। বাকি দুজনের নাম জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য গোলাম সোবাহানী লিটন জানান, বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সদর উপজেলার রনরামপুর গ্রাম থেকে ভটভটিতে করে তারা নান্দিনা ব্র্যাক অফিসে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পে’র ট্রেনিং দেয়ার জন্য আসছিলেন। বাদেচাঁন্দি রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেক্সের ধাক্কায় ভটভটি রেললাইনের পাশে খাদে ছিটকে পড়ে। এতে ১০ যাত্রী আহত হন।
নান্দিনা রেলস্টেশন মাস্টার আলী মর্তুজা বলেন, খবর পেয়ে আমি জামালপুর জিআরপি থানায় খবর পাঠিয়েছি। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(ওএস/এএস/জুলাই ০২, ২০১৪)