তথ্যপ্রযুক্তি ডেস্ক : বর্তমান যুগে যোগাযোগ মাধ্যমে বেশি বিপ্লব ঘটিয়েছে ফেসবুক। ব্যবহারে সহজ লভ্যতা ও ফিচার সহজ হওয়ার কারণে এটি বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। দিন দিন এই সোশ্যাল সাইটের গ্রহণযোগ্যতা বাড়ছে। ব্যক্তি পর্যায় থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এর গুরুত্ব বাড়ছে। ই-কমার্সের মাধ্যমে এটিতে যুক্ত হয়েছে ব্যবসা কেন্দ্রও। প্রতি দিনই ব্যবহারে নতুনত্ব আনছে ফেসবুক কর্তৃপক্ষ।

আরও বড় চমক নিয়ে আসতে চলেছে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। ম্যাসেজ, অডি ও ভিডিওর পর এবার ফেসবুকের মাধ্যমে পাঠানো যাবে টাকা। নতুন এই ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে ফেসবুক। নাম দেয়া হয়েছে ‘রেড এনভেলপ’। এর সাহায্য ব্যবহারকারীরা ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ।

সূত্রের খবর, খুব শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু করা হবে এই ফিচার। তবে ফেসবুকের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি । ‘রেড এনভেলপ’ কবে ‌যোগ করা হবে তা নিয়ে এখনও কিছু বলেনি ফেসবুক। সংস্থার তরফে জানানো হয় যে ফেসবুক প্রতিনিয়ত নতুন বিষয় নিয়ে পরীক্ষা করতেই থাকে। তাই এখনি এই বিষয়ে মন্তব্য করা যাবে না। এই ফিচার লঞ্চ না হওয়ারও সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের শুরু দিকে ফেসবুক তার মেসেঞ্জার অ্যাপ-এ একটি গ্রুপ পেমেন্ট ফিচার ‌যোগ করেছে।

(ওএস/এসপি/নভেম্বর ১১, ২০১৭)