স্টাফ রিপোর্টার : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে ২৩টি শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। তবে পুলিশের বেধে দেয়া শর্ত না মেনেই সমাবেশে আসছে বিএনপির নেতাকর্মীরা।

ডিএমপির দেয়ার অন্যতম শর্ত ছিল অনুমোদিত সময়ের পূর্বে কিংবা পরে সোহাওয়ার্দীর আশেপাশেসহ রাস্তায় কোনো অবস্থাতেই সমবেত হওয়াসহ যান ও জন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। তবে সরেজমিন সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে গিয়ে দেখা গেছে, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। নেতাকর্মীদের আগমে প্রায় বন্ধ হওয়ার উপক্রম এসব সড়ক।

সরেজমিন দেখা যায়, রবিবার দুপুর পৌনে ১টায় শাহবাগ থেকে মৎসভবনগামী সড়কে ঢাকা মহানগর উত্তর ১৮ নম্বর ওয়ার্ড গুলশান থানা স্বেচ্ছাসেবক দল, কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দল, উত্তরা পূর্ব থানা যুবদলের মিছিল সড়কে অবস্থান নিয়েছে। ফলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

এ ছাড়া পুলিশের দেয়া শর্তে ‘মিছিল সহকারে অনুষ্ঠানস্থলে আসা যাবে না’ উল্লেখ করা হলেও বিএনপির প্রায় সব ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। ডিএমপির শর্তে আরও উল্লেখ রয়েছে, ‘অনুমোদিত স্থানের বাইরে, রাস্তার বা ফুটপাতের কোথাও লোক সমবেত হওয়া যাবে না’। তবে উদ্যান, শাহবাগ ও শিশু মেলার পাশের সড়কে ও ফুটপাথে অবস্থান করছে অনেক নেতাকর্মী।

এ বিষয়ে পুলিশের শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, বিএনপি শর্তগুলো মানার প্রতিশ্রুতি দেয়ায় তাদের অনুমতি দিয়েছে ডিএমপি। এরপরও যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে ২৭টি শর্ত দিয়েছিল ডিএমপি। এবার ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বলে গতকাল গণমাধ্যমকে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(ওএস/এসপি/নভেম্বর ১২, ২০১৭)