স্টাফ রিপোর্টার : শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি’র মুনাফা চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের তুলনায় বেড়েছে। শনিবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে ন্যাশনাল টি’র শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৩২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ টাকা ১৭ পয়সা। এ হিসাবে প্রতিটি শেয়ারের বিপরীতে মুনাফা বেড়েছে ১৫ পয়সা।

এদিকে জুলাই-সেপ্টেম্বর সময়ে ন্যাশনাল টি’র শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২০ টাকা ৯৩ পয়সা।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৫৮ টাকা ৩০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫৪ টাকা ৮৮ পয়সা।

(ওএস/এসপি/নভেম্বর ১২, ২০১৭)