স্টাফ রির্পোটার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পাবলিক পরীক্ষার মধ্যে কোনো গ্যাপ থাকবে না। পাশাপাশি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

চলতি বছরের এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের তদন্ত প্রতিবেদনের ওপর বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন পরীক্ষা নেওয়া সম্ভব নয়। আপনারা নিশ্চিত থাকুন, পরীক্ষার মাঝে বন্ধ ছাড়া কোনো গ্যাপ থাকবে না। স্বল্প সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।
তিনি বলেন, প্রশ্নের নিরাপত্তার জন্য যা যা করা দরকার, তা আমরা করবো।
প্রশ্ন ফাঁস ঠেকাতে পাবলিক পরীক্ষা আইনে শাস্তি বর্তমানে যথেষ্ট নয়। এই শাস্তি কীভাবে আরো বাড়ানো যায়, তার চিন্তা করবো।
গত ১০ এপ্রিল তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রধান ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন।
গত ২৯ জুন ১২৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।
সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব মোহাম্মদ সাদেকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/জুলাই ০২, ২০১৪)