ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সরকারী কোষাগার থেকে পাওয়ার দাবীতে পৌরসভায় পূর্ণদিবস কর্ম বিরতি পালন করেছেন।

সোমবার সকাল ১০টায় ফুলবাড়ী পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগন বেতন ভাতা পেনশন সহ অন্যান্য সুবিধা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবীতে পূর্ণকর্মবিরতি পালন করেন ফুলবাড়ী পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন।

কর্মবিরতি পালনে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আব্দুর রশিদ,সহ সাধারন সম্পাদক শেখ শাহার আলী, বিভাগীয় কমিটির সহ সভাপতি,সহকারী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী। ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সরকারীকোষাগার থেকে পাওয়ার দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি পালনে পৌরসভার ৫০জন কর্মকর্তা কর্মচারী অংশ নেন। কর্মকর্তা ও কর্মচারীগণ কলম বিরতি করলেও পৌর মেয়র যাথারিতি অফিস করেন।

(এইচইউআর/এসপি/নভেম্বর ১৩, ২০১৭)