মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়নে বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সকালে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক এক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ থেকে র‌্যালীটি শুরু হয়ে কাকড়াবুনিয়া বাজার-মেলকার বাড়ি হয়ে আধাঘন্টা ব্যাপী র‌্যালীতে স্কুলের ছাত্র-ছাত্রী, গ্রাম পুলিশ,ইউপি চেয়ারম্যান ও মেম্বার এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন অংশ গ্রহন করেন।

ওয়েভ ভাউন্ডেশন মির্জাগঞ্জ উপজেলার শাখার সমান্বয়ক মোঃ আব্দুস সামাদ ও কাকড়াবুনিয়া গ্রাম আদালত সহকারি মোঃ নুরুজ্জামান মিয়ার পরিচালনায় র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউএনডিপি’র প্রজেক্ট সমন্বয়কারী মোঃ শাহাদত হোসেন, পটুয়াখালী জেলা সহায়ক (ইউএনডিপি) সৈকত মজুমদার সৌরভ, সাংবাদিক উত্তম গোলদার, মোঃ ফারুক খান, ওয়েভ ভাউন্ডেশন পটুয়াখালী জেলা সমন্বয়ক মোঃ শফিউল আজম,ইউপি সচিব মোঃ আবদুল জলিল,ইউপি সদস্য মোঃ আবদুল বারি,পবিত্র সিকদার, মোঃ ইমরুল কবির ও মোঃ ইউনুচ হাওলাদার প্রমুখ।

(ইউজি/এসপি/নভেম্বর ১৩, ২০১৭)