কেন্দুয়া (নেত্রকোন) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা অসীম কুমার উকিল বলেছেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার হাতকে আগামী দিনে আরও শক্তিশালী করার লক্ষ্যে দলের সব নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকেই নৌকা প্রতীকের সমর্থনে ঘরে ঘরে মানুষকে জাগিয়ে তুলতে হবে। শেখ হাসিনা সরকারের বহুমূখী উন্নয়ন গ্রামের সাধারণ মানুষকে বুঝাতে হবে।

তিনিবলেন, সকলকেই মনে রাখতে হবে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, শেখ হাসিনা আমাদের ঠিকানা, নৌকা আমাদের প্রতীক। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নৌকা প্রতীকে সবাই একযোগে ভোট দেবে, এতে আবারও শেখ হাসিনাই হবেন দেশের প্রধানমন্ত্রী।

তিনি দেশের উন্নয়ন অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে সকল মানুষকে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অসীম কুমার উকিল বলেন, ১৯৭১ সনের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পাওয়ায় বাঙালী জাতি গর্বিত।

বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপুউকিল বলেন, জাতির জনকের আদর্শকে হৃদয়ে ধারন করার জন্য নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর প্রামাণ্য চিত্র বেশী বেশী করে তুলে ধরতে হবে।

তিনি সারা দেশসহ কেন্দুয়া আটপাড়া উপজেলার নারী সমাজকে নৌকার পক্ষে উজ্জীবিত করার আহ্বান জানান।

সোমবার বিকালে কেন্দুয়া পৌর শহরের সাউদ পাড়াস্থ নিজ বাস ভবন প্রাঙ্গনে কেন্দুয়া আটপাড়ার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে স্বামী-স্ত্রীর যৌথ শুভেচ্ছা বিনিময় কালে এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম, কেন্দুয়া পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইয়া, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাইদুলহক, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক, গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সঞ্জু মিয়া, রোয়াইলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নুরুল আলম, বলাই-শিমুল আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, পাইকুড়া আওয়ামী লীগের সভাপতি বদরুল ইসলাম, আশুজিয়া আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আলী, কান্দিউড়া আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, আটপাড়া যুব মহিলা লীগের সভাপতি তানিয়া নাজনীন চৌধুরী রেখা, কেন্দুয়া যুবলীগের আহ্বায়ক মোস্তাফিজ উর রহমান বিপুল, আটপাড়া যুবলীগ নেতা রোকন, ছাত্রলীগ নেতা আবির আহমেদ খান রুজেল, ইকতিয়ার হোসেন তালুকদার, আনোয়ার হোসেন ভূইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবমহিলা লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। নেত্রকোনা-৩ আসনের নেতা-কর্মী ও সমর্থকরা অসীমউকিল দম্পতির যৌথ প্রচারণায় দিনদিনই নৌকার পক্ষে উজ্জীবিত হচ্ছেন।

(এসবি/এসপি/নভেম্বর ১৪, ২০১৭)