গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা থেকে দক্ষিণে ১ কি.মি. এলাকা জুড়ে সোমবার ঢাকা-রংপুর মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে মহাসড়কের দু’পাশের ১৫৩টি অবৈধ ঘরবাড়ি এবং অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালিন সময়ে সড়ক ও জনপদ বিভাগের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, অবৈধ স্থাপনাকারীদের এর আগে সতর্ক করে দেয়া হয়। কিন্তু তারা তাদের অবৈধ স্থাপনা অপসারণ না করায় এ অভিযান চালাতে হয়।

স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের স্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্টেট মাহবুবার রহমান ফারুকী এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

এসময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাবৃন্দুসহ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযান পরিচালনায় সড়কে দু পাশে শত শত উৎসুক জনতা ভীর করেন। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা আইন শৃংখালা পরিস্থিতি নিয়ন্ত্রন সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন।

(এসআইআর/এসপি/নভেম্বর ১৪, ২০১৭)