সাতক্ষীরা প্রতিনিধি : মাছের পোনা অবমুক্তকরণ, সাদা কবুতর ওড়ানো, বেলুন ওড়ানো, র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে সাতক্ষীরায় উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৪।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্ত পৌর দীঘিতে মাছের পোনা অবসমুক্ত করে ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সাংসদ মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পৌর মেয়র এম এ জলিল প্রমুখ।
পরে আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের মাঠে যেয়ে শেষ হয়।
সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসন সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র এম এ জলিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
সভায় বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নূরুল হক, বড় বাজার মৎস্য ব্যবসায়ীর সভাপতি আ স ম আব্দুর রব, উদ্ভিদ বিষয়ক কর্মকতা জিএম এ গফুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল ওয়াদুদ।
বক্তারা বলেন, জাতীয় জীবনে আমিষের চাহিদা পূরণে মাছ চাষের বিকল্প নেই। তাছাড়া বিদেশী মুদ্রা অর্জনে আমাদেরকে বেশি করে মাছ চাষ করতে হবে।

(আরকে/এএস/জুলাই ০২, ২০১৪)