সাতক্ষীরা প্রতিনিধি : বিরোধপূর্ণ জমি দখল নিতে প্রতিপক্ষের পাঁচটি দোকানে ভাঙচুর, নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট ও চারজনকে পিটিয়ে জখম করার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনসহ ৪৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের আমিনউদ্দিন সরদারের ছেলে নজরুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার সন্ধ্যায় কালিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চম্পাফুল ইউপি চেয়ারম্যানের দু’ ছেলে, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম ও পল্লী চিকিৎসক অশোক রায়কে বিবাদী করে গত ২৭ এপ্রিল আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের আমিনউদ্দিন সরদারের ছেলে সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম বাদি হয়ে কালিগঞ্জ সহকারি জজ আদালতে দেওয়ানী মিস-৩৭/১৭ নং মামলা(আমানত) করেন। রেজাউল ইসলাম ও তার তিন ভাইয়ের কেনা ওই জমিতে থাকা কালিবাড়ি বাজারের পাঁচটি দোকান ছিল।

সূত্রটি আরো জানায়, ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দু’দকের দায়েরকৃত মামলায় গত সোমবার সন্ধ্যায় জেলখানা থেকে মুক্তি পেয়ে চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি সদস্য আব্দুল কাইয়ুমসহ আটজন জনপ্রতিনিধি।

ওই দিন আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে তারা মোটর সাইকেল বহর নিয়ে কালিবাড়ি বাজারে পৌঁছালে চেয়ারম্যান মোজামের নির্দেশে আশিকুল গাইন, আরিফুল গাইন, আব্দুল কাউয়ুম, মোনায়েম হোসেন ও কবীর হোসেনসহ ৫০/৬০ জন তানভির হোসেনের দোকানে হামলা চালায়।

এ সময় তারা নগদ ৬০ হাজার টাকাসহ আড়াই লাখ টাকার মালামাল লুট করে। লুটপাটে বাধা দেওয়ায় তানভিরসহ চারজনকে পিটিয়ে জখম করা হয়। হামলাকারিরা অন্য চারটি দোকান ঘর ভাঙচুর ও লুটপাট শেষে গোলপাতার চাল, বাঁশের খুঁটিসহ বিভিন্ন সরঞ্জামের একাংশ পার্শ্ববর্তী আমবাগানে ফেলে দেয়। পরে রেজাউল ইসলামের ঔষধের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। তানভিরের দোকান ভাঙচুর করে চালের টিন দুমড়ে মুচড়ে গুতিয়াখালি খালে ফেলে দেওয়া হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত জানান, ভাঙচুর, লুটপাট ও মারপিটের অভিযোগে আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের নজরুল ইসলাম বাদি হয়ে হুকুমদাতা চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজামম্মেল হক গাইনকে প্রধান আসামী করে ৪৫ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা (৩৭নং) দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(আরকে/এসপি/নভেম্বর ১৫, ২০১৭)