কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের উদ্যেগে ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে নিহতদের স্মরণে মঙ্গলবার রাতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শোক ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে সিডরে নিহতদের স্মরণ করা হয়।

প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। সভার শুরুতে নিহতদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে সিডরে নিহতদের স্মরণে আলোচনা করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কলাপাড়া শাখার সভাপতি প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব শামসুল আলম, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ কলাপাড়া সমন্বয়কারী জেমস রাজিব বিশ^াস, সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন প্রমুখ।

এসময় শিক্ষানুরাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক জীবন মন্ডল, রফিক বিশ্বাস, বশিরউদ্দিন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, এসএম মোশারফ হোসেন মিন্টু, অমল মুখার্জী, অশোক মুখার্জী, জসিম পারভেজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাঈন উদ্দিন আহমেদ, সাংবাদিক এস কে রঞ্জন, মোস্তাফিজুর রহমান সুজনসহ বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠণ মোমবাতি প্রজ্জ্বলনসহ বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করে সডিরে নিহতদের স্মরণ করেন।।


(এমকেআর/এসপি/নভেম্বর ১৫, ২০১৭)