পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : তরুণী ধর্ষণ ও হত্যাসহ সকল গুপ্তহত্যার রহস্য উন্মচন এবং দায়ীদের গ্রেফতারের দাবীতে পাথরঘাটায় বিভিন্ন সংগঠনের সমন্বয়ে মানববন্ধন ও স্বরাস্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ।

আজ ১৫ নভেম্বর বুধবার উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারীনেত্রী ফাতিমা পারভীনের নেতৃত্বে পৌরশহরের ব্যস্ততম এলাকা রাসেল স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সেচ্ছায় রক্তদান প্রতিষ্ঠান প্রত্যয়, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি (এসভাউ), রিপ্লেকশন একশন লিডারশীপ প্যানেল সুশীলন, পাথরঘাটা কন্ঠ, সামাজিক ক্ষমতায়ন প্রকল্প, সামাজিক আন্দোলন, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা, মহিলা পরিষদ, আলতাফ-হায়দার ফাউন্ডেশন, আস্থা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী সহ নানা সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন এবং বক্তব্য পেশ করেন ওই সমাবেশে।

উল্লেখ্য,চলতি বছরের ১০আগষ্ট পাথরঘাটা কলেজ সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। ওই ঘটনায় গত রবিবার কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনান দানিয়াল ও সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট সহ ৪ ছাত্রলীগ নেতা বর্তমানে গোয়েন্দা পুলিশের হাতে আটক রয়েছে। আটক ৪ ছাত্রলীগ নেতা ঘটনার সাথে জড়িত রয়েছে বলে বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক জানানোর পর নরেচরে বসেছে প্রসাশনের কর্তাব্যক্তিরা এবং ক্ষোভে ফেটে পরে স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বুধবারের ওই সমাবেশে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, প্রত্যয়ের সভাপতি মেহেদী সিকদার, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, নারী নেত্রী কানিজ ফাতিমা, ফয়েজ আহম্মেদ, কাউন্সিলর রোকনুজ্জামান রুকু সহ অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে সংগঠন গুলোর পক্ষ থেকে স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বরাবরে একটি স্মারকলিপি প্রেরন করা হয়।

পাথরঘাটা পৌরশহর ও শহরতলীর বিভিন্ন স্থান থেকে গত ৫ বছরে উদ্ধার হওয়া ১১টি অজ্ঞাত পরিচয়ের মৃতদেহের পরিচয় উদঘটন এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয় আজকের এই মানবনন্ধন ও সমাবেশ থেকে।


(এটি/এসপি/নভেম্বর ১৫, ২০১৭)