আন্দোলনে আগ্রহ নেই বিএনপি’র!
স্টাফ রিপোর্টার : সরকারবিরোধী আন্দোলনের ব্যাপারে আগ্রহ নেই বিএনপির। কেন্দ্রীয় নেতাদের মাঠে নামতে অনীহা, তৃণমূল পর্যায়ের নেতাদের অপারগতা প্রকাশ করা এবং এখনই আন্দোলনে না যাওয়ার ব্যাপারে দেশী-বিদেশী বিভিন্ন মহলের চাপ থাকায় বিএনপি হাইকমান্ড এ অবস্থান নিয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি আন্দোলনের বিষয়টি আলোচনায় স্থান পেলেও এ ব্যাপারে দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ অধিকাংশ নেতাই আগ্রহ দেখাননি বলে জানা গেছে। তবে আগে দল গুছিয়ে পরে আন্দোলনে যাওয়ার কথা বললেও জনসম্পৃক্ত কোন ইস্যুতে তাৎক্ষণিকভাবে আন্দোলন কর্মসূচী পালনের প্রয়োজন হলে তা পালন করার সিদ্ধান্ত হয়।
প্রতিবেদনে আরো দাবি করা হয়, অধিকাংশ নেতাকর্মীই আপাতত আন্দোলন কর্মসূচী পালনে মাঠে নামতে অপারগতা প্রকাশ করেছেন। এমনকি কেন্দ্রীয় নেতারাও এ ব্যাপারে আগ্রহ দেখাননি। এ কারণে বাধ্য হয়েই দলীয় হাইকমান্ডকে আপাতত আন্দোলন কর্মসূচীর দিকে যাওয়া থেকে পিছু হটতে হয়েছে।
(ওএস/এটি/ এপ্রিল ১২, ২০১৪)