নিউজ ডেস্ক : ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। গেল অক্টোবরে সদস্যদের পরিচয়পত্র প্রদান করে আলোচনায় আসে সংগঠনটি। পাঁচ শতাধিক সদস্যকে ছবিযুক্ত পরিচয়পত্র দিয়েছিল অভিনয় শিল্পী সংঘ। অভিনয়শিল্পীদের অনেক দিনের দাবির প্রেক্ষিতে পরিচয়পত্রের ব্যবস্থা করে প্রশংসাও পেয়েছে সংগঠনের পরিচালনা পর্ষদ।

এবার জানা গেল, শিল্পীরা এবার পাচ্ছেন ডিজিটাল সংস্করণের কার্ড। শুধু দেশে নয়, চাইলে বিদেশেও শিল্পীরা এই স্মার্ট কার্ডটি ব্যবহার করতে পারবেন। থাকবে নানারকম সুযোগ সুবিধাও।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ‘নতুন কার্ডটির মধ্যে ডিজিটাল আকারে সব তথ্য থাকবে। একজন শিল্পী বিশ্বের যে কোনও প্রান্তে এ কার্ডটির মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরতে পারবেন। এছাড়া আরও কিছু ডিজিটাল সুবিধা যুক্ত থাকবে এতে। শিল্পীসের অধিকার প্রতিষ্ঠান নিবেদিত অভিনয় শিল্পী সংঘ।’

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন এ স্মার্ট কার্ড হাতে পাবেন শিল্পীরা। সে লক্ষেই চলছে প্রস্তুতি ও কার্যক্রম।

(ওএস/এসপি/নভেম্বর ১৬, ২০১৭)