স্টাফ রিপোর্টার : শেয়ারবাজারে তালিকাভুক্ত লোকসানি প্রতিষ্ঠান জুন স্পিনার্সের শেয়ার কিনতে পারছেন না কোনো বিনিয়োগকারী। যে সব বিনিয়োগকারীর কাছে প্রতিষ্ঠানটির শেয়ার আছে তাদের কেউ শেয়ার বিক্রি করতে রাজি হচ্ছেন না। ফলে ক্রেতা থাকলেও জুট স্পিনার্সের শেয়ারের বিক্রেতা শূন্য হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথমে ৮৫ টাকা দরে জুট স্পিনার্স’র ২৫টি শেয়ার ক্রয়ের আবেদন পড়ে। তবে কেউ এই দামে শেয়ার বিক্রি করতে রাজি হননি।

এরপর ৮৫ টাকা ২০ পয়সা দামে ৫০০ শেয়ার ক্রয়ের আবেদন আসে। এ দামেও কেউ শেয়ার বিক্রি করতে রাজি হননি। কয়েক দফা দাম বেড়ে দুপুর দেড়টার দিকে ৯৩ টাকা ৬০ পয়সা দামে ২৪ হাজার ৮৪১টি শেয়ার ক্রয়ের আবেদন পড়ে। এই দামেও কোনো বিনিয়োগকারী তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে জুট স্পিনার্স শেয়ারের বিক্রেতা শূন্যই থেকে যায়।

লোকসানি এই প্রতিষ্ঠানটি বুধবার ডিএসইর মাধ্যমে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের তথ্য অনযায়ী, জুলাই-সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১০ টাকা ১৭ পয়সা।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে জুট স্পিনার্সের লোকসানের বোঝা কিছুটা কমলেও সম্পদ মূল্যের অবনতি অব্যহত রয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ২০০ টাকা ৮৮ পয়সা। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ ছিল ঋণঅত্মক ১৫৭ টাকা ৬১ পয়সা।

(ওএস/এসপি/নভেম্বর ১৬, ২০১৭)