লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সকাল ১১টায় উপজেলাপরিষদ মিলনায়তনে ইউএনও রেবেকা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির মফিজুল হক, উপজেলা মৎস অফিসার হোসনে আরা হ্যাপি, সাংবাদিক রূপক মুখার্জি, এনজিও সংগঠক আ. হাই সরদার, সফল মৎস্য চাষী ফারুক শেখ ও নাসিমা বেগম প্রমুখ।

আগামী ৮ জুলাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ শেষ হবে।

(আরএম/জেএ/জুলাই ০২, ২০১৪)