পাথরঘাটা প্রতিনিধি : পাথরঘাটায় কতিথ রাজাকার মান্নান হাওলাদারের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

মঙ্গলবার (১৪ নবেম্বর) আনর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা দল পাথরঘাটার চরদুয়ানীতে আসে। তদন্তের সার্থে তাদের নাম পরিচয় দিতে রাজি হননি।

উপজেলার তালুকের চরদুয়ানী সরকারী প্রথমিক বিদ্যালয় স্কুল কাম সাইক্লোন সেল্টার ভবনে বসে প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাবাদ করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ২২ মে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত ছোমেদ উদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল মান্নান হাওলাদারের বিরুদ্ধে শহীদ মতিয়র রহমান হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান আবু মামলাটি করেন। স্বাধীনতাযুদ্ধের সময় ধর্ষণ, হত্যা, সংখ্যালঘুদের সম্পদ লুন্ঠনসহ ৩টি অভিযোগে ১০ জনকে সাক্ষী করে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করা হয়।ওই মামলাটি পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে করার পরে মামলাটি সেখান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠান হয়।

(এটি/এসপি/নভেম্বর ১৬, ২০১৭)