গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনিসংহের গৌরীপুরে নওয়াব আলী মেমোরিয়াল ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালের উদ্যোগে ‘নারী ও ডায়াবেটিকস, একটি সুস্থ্য ভবিষ্যৎ আমাদের অধিকার’ স্লোগানে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা শেষে ডায়াবেটিক রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

গৌরীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মো. আব্দুল হাই খান পাঠানের সভাপতিত্বে এসএস একাডেমির প্রধান শিক্ষক সুজাউর রহমান পরাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মো. মতিউর রহমান, নওয়াব আলী মেমোরিয়াল ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. সাহাব উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সরকার, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, হাজী কাশেম আলী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী এম.এ মোনায়েম, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. আলী মোহাম্মদ হোসেন, ডা. সঞ্জয় রঞ্জন বণিক, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি মহসীন মাহমুদ, মো. আজিজুর রহমান, মো. মিরাজ আলী প্রমুখ।

(এসআইএম/এসপি/নভেম্বর ১৬, ২০১৭)