স্টাফ রিপোর্টার : বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সেনা মোতায়ন ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নীতি নির্ধারক বলেন, আগামীতে সেনা মোতায়েন ছাড়া কোনোভাবেই জাতীয় নির্বাচন হবে না। সেনাবাহিনীকে নির্বাচনের আগে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে, অন্যথায় নির্বাচন সুষ্ঠু হবে না।

তিনি বলেন, সংসদ বহল রেখে কোনো দেশেই সংসদ নির্বাচন হয় না, এ দেশেও ৫ জানুয়ারির মতো নির্বাচন আর হবে না এবং হতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যদি দেশে ৫ জানুয়ারির মতো নির্বাচন আবারও করতে চায়, তা হলে যে কোনো মূল্যে তাদের প্রতিহিত করা হবে।

আমির খসরু বলেন, আমরা দেশে বিশৃঙ্খলা করতে চাই না। কেউ যদি বিশৃঙ্খলা করলে জনগণকে পাশে রেখে আমরা তাদেরকে প্রতিহিত করব।

জাতীয় নাগরিক সংসদের সভাপতি মিসেস খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হাসান, আবদুস সালাম আজাদ, আবু নাসের মোহম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

(ওএস/এসপি/নভেম্বর ১৭, ২০১৭)