কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি যতদিন চারনীতি বিশ্বাস করবে না। জাতির পিতা এবং স্বাধীনতার ঘোষণাকে বিশ্বাস করবে না। ততদিন পর্যন্ত বিএনপি একটি বিপদজনক রাজনৈতিক প্রতিষ্ঠান।’

আজ শুক্রবার সকাল ১০ টায় কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা গোলাপনগর নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘বিএনপি জামায়াত সাথে নিয়ে আলোচনা করছে আবারও নির্বাচনে আসছে’ সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নতুন করে সংলাপের নামে কার্যত: নির্বাচনকে বানচালের চালবাজি, এই চালবাজির ফাঁদে কোন গণতন্ত্রমনা মানুষকে পা দেয়া উচিৎ হবে না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতা কর্মিরা।

(কেকে/এসপি/নভেম্বর ১৭, ২০১৭)