গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : বৃহস্পতিবার  জামেয়া-ই ওমর ফারুক (রাঃ) দাখিল মাদ্রাসার সুপারকে জেল হাজতে প্রেরন করেন জেলা জজ কোর্ট আদালত। উল্লেখ্য, পটুয়াখালীর গলাচিপা উপজেলার জামেয়া-ই ওমর ফারুক (রাঃ) দাখিল মাদ্রাসার সুপার হানিফ গাজী ও সহকারী শিক্ষিকা মাহমুদা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।

জানা যায়, গত ০১/১২/২০১০ খ্রিঃ তারিখে থেকে ১৭/১২/২০১৬ খ্রিঃ তারিখ পর্যন্ত সরকারের লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে।

আরো জানা যায়, মোসাঃ মাহমুদা বেগম ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকুরী গ্রহন করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নির্দেশ দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা, চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব মোঃ মজিবুর রহমান।

এ বিষয়ে বাস্তব প্রমাণ পেয়ে প্রতিবেদন দেন গলাচিপা থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মুজিবুর রহমান, সহকারী পরিচালকএন,পি,আর,সি ঢাকার মো. মোস্তাক আহম্মেদ সত্য প্রমানিত হওয়ায় আদালতে প্রতিবেদন দেন। গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নাসির উদ্দিন আসামীদের বিরুদ্ধে ৪৬৫/৪৬৬/৪৬৮/৪৭১/১০৯ ধারায় মাহমুদা ও সুপার হানিফ গাজীকে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।


(ওএস/এসপি/নভেম্বর ১৭, ২০১৭)