স্টাফ রিপোর্টার : সম্প্রতি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করেছে 'জেসিএমএস মিডিয়া ক্লাব'। যাত্রা শুরুর পথেই ক্লাবটি আয়োজন করেছে 'জেসিএমএস শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৭'। ফেস্টিভ্যালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

এরই মধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন ফরম স্টেট ইউনিভার্সিটির ধানমণ্ডি এবং কলাবাগানের বিজয় ক্যাম্পসের ক্যান্টিনে পাওয়া যাবে। রেজিস্ট্রেশন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীরা সামাজিক যেকোন বিষয় নিয়ে ফিল্ম তৈরী করতে পারবে। ফিল্মের সময় সর্বোচ্চ আট(৮) মিনিট। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে অংশগ্রহনকারীদের শর্ট ফিল্ম জমা দিতে হবে।

শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় পুরষ্কার। আগামী ১২ ডিসেম্বর ‘শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৭' এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল রাইজিং নিউজ ২৪ ডটকম, উত্তরাধিকার ৭১ নিউজ, নতুন কিছু ডটকম, ওমেন্স নিউজ ২৪ ডটকম, নিউজরুম এবং অনলাইন রেডিও 'রেডিও ১৬ আনা'।

(এসএস/অ/নভেম্বর ১৭, ২০১৭)