বাউফল (পটুয়াখাল) প্রতিনিধি : অন্যের স্ত্রীকে নিজের স্ত্রী বলে দাবি করায় আবদুর রহিম খান নামের ৬ সন্তানের জনককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এ সাজা প্রদান করেন।

জানা গেছে, কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের আবদুর রশিদ খানের ছেলে আবদুর রহিম খান (৫০) কালাইয়া বন্ধরস্থ জনৈক এক ব্যক্তির বৌকে নিজের বৌ দাবি করে প্রচার করে আসছিল। ঘটনার দিন সন্ধ্যার দিকে আবদুর রহিম কালাইয়া বন্দরের সিনামা হলের সামনে ওই নারীকে দেখতে পেয়ে হাত ধরে টানাটানি করে। এসময় তার চিৎকার শুনে সাদা পোশাকে থাকা বাউফল থানার এসআই ওয়াসিম তাকে হাতেনাতে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

এরপর স্বাক্ষ প্রমানের ভিত্তিতে আবদুর রহিম খানকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তবে এ ঘটনায় অনুতপ্ত নন আবদুর রহিম। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে বসেও একাধিক বার তিনি ওই নারীকে নিজের বৌ বলে দাবি করলেও কোন প্রমান দেখাতে পারেননি।

(এমএবি/এসপি/নভেম্বর ১৮, ২০১৭)