স্পোর্টস ডেস্ক, ঢাকা : যুক্তরাষ্ট্রের গোলরক্ষকটিম হাওয়ার্ড বিশ্বকাপেরএকক ম্যাচে সর্বাধিক গোল সেভ করার রেকর্ড করেছেন।

যুক্তরাষ্ট্রের এই গোলরক্ষক এক ম্যাচে ১৫ টি গোল আটকে দিয়ে রেকর্ড গড়েছেন গতকাল বেলজিয়ামের বিপক্ষে।

প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে মোট আটানব্বই মিনিট নিজ দলের গোলপোস্টের সামনে অতন্দ্র প্রহরী হয়ে ছিলেন তিনি। কিন্তু এক্সট্রা টাইমের ২য় মিনিটে প্রথম গোল হজম করেন। লুকাকুর কাছে পরাস্ত হন তিনি। এরপর ব্রুনাই এর কাছেও পরাস্ত হয়ে দ্বিতীয় গোল হজম করে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হয় যুক্তরাষ্ট্রের।

১৯৬৬ সাল থেকে অপটা রেকর্ড সংরক্ষণকারী সংস্থার সংগ্রহে এটিই বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক গোল বাচানোর রেকর্ড।

ম্যাচটিতেবেলজিয়ামের খেলোয়াড়েরা ৩৮টি শট নেয় যুক্তরাষ্ট্রের গোলবারে। এর মধ্যে২৭টি অনশট হলেও ১৫টি একাই আটকে দেন গোলরক্ষক টিম হাওয়ার্ড।

(ওএস/পি/জুলাই ০১,২০১৪)