বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ৭ দফা দাবীতে পূর্ণদিবস কর্মবরতী পালন করছে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) শ্রমিক কর্মচারীরা। রবিবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতী আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে বলে বাগেরহাট সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা জানিয়েছেন। 

রবিবার সকালে কর্ম বিরতী শুরুর প্রথম দিনে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বাগেরহাট জেলা শাখার সভাপতি সরদার আব্দুর রশিদ, সংগঠনের উপদেষ্টা মোঃ সরোয়ার হোসেন, সহসভাপতি আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, মো. শওকত হোসেন, জেলা ড্রাইভার সমিতির সভাপতি মো. সিরাজ শেখ, মো. আব্দুর রহিম, মো. নাঈমুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সভায় শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজারের অধিক ওয়ার্কচার্জড কর্মচারী ৩০ থেকে ৩৫ বছর ধরে চাকুরী করলেও নিয়মিত হতে নাপারাসহ চাকুরী শেষে তাদের খালী হাতে বিদায় নিতে হচ্ছে।

ইতিমধ্যে যারা চাকরী থেকে অবসরে নিয়েছে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। সে কারনে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সকল ওয়ার্কচার্জড কর্মচারীর চাকুরী সরকারিকরন না করলে ২৩ নভেম্বর পর্যন্ত দেশব্যাপি পূর্ণদিবস কর্মবিরতী পালন করা হবে।

(এসএকে/এসপি/নভেম্বর ১৯, ২০১৭)