চাটমোহর (পাবনা) প্রতিনিধি : সনাতন ধর্মসভা, মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শনিবার চাটমোহর পৌর শহরের হরিসভা মন্দিরে শুরু হচ্ছে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন। শনিবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিসভা মন্দির কমিটির সভাপতি নিতাই চন্দ্র দাস।

সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল,থানার ওসি এস এম আহসান হাবীব,আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান আতিক,মোঃ শামসুজ্জোহা,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অশোক চক্রবর্তী,সাধারণ সম্পাদক সন্তোষ মালাকার,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু প্রমূখ।

রবি,সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে মহানামযজ্ঞানুষ্ঠান। বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রাধা-গোবিন্দের লীলা কীর্তন। অনুষ্ঠানে আগামী ২৪ নভেম্বর সন্ধ্যায় প্রখ্যাত বাউল শ্রী রথিন্দ্রনাথ মিত্র একক বাউল সঙ্গীত পরিবেশন করবেন।

শনিবার ধর্মসভায় মুল বক্তব্য রাখেন সৎ সংঘ পাবনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগোল কিশোর ঘোষ ও উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের সাধারণ সম্পাদক চৈতন্য দাস বাবাজী।

(এসএইচএম/এসপি/নভেম্বর ১৯, ২০১৭)