ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাইয়ে এক কোটি টাকা ব্যয়ে আন্ডার ড্রেন ও চন্দ্রাইল-ছয়বাড়িয় সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্ধোধন করেছেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর।

ঢাকা আরিচা মহা সড়কের ধামরাই থানা বাসষ্ঠ্যান্ড জ্যোতি বিদ্যা নিকেতন এলাকায় আরিচা সড়কের সাথে সংযোগ হয়ে চন্দ্রাইল- ইমকুলেট জুটমিলস পর্যন্ত দেড় কিঃমিঃ আন্ডার ড্রেন ও আরসিসি ঢালাই (পাকা) সড়কের নির্মান কাজের উদ্ধোধন করেন ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর।

জলাবদ্ধ এলাকা ৮ও৯ নং ওর্য়াড়ের জনগনের চরম দুর্ভোগ নিরসনে দ্রুত এই পদক্ষেপ গ্রহন করেন পৌর কর্তৃপক্ষ।এই পাকা সড়ক টি নির্মানের ফলে ধামরাই পৌর ও তার আশপাশের এলাকার ৫০/৬০ হাজার মানুষের চলাচলের পথ সুগম হবে।

সোমবার সকাল এগারটায় সড়ক উদ্ধোধন উপলক্ষে চন্দ্রাইল বাজারে ধামরাই পৌর সভার ৯ নং ওর্য়াড কাউন্সিলর মোঃ সায়েদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে পাকা সড়কের ঢালাই কাজের উদ্ধোধন করেন মেয়র কবীর।

অন্যন্যদের বক্তব্য রাখেন সমাজ সেকব মামুস খান,কাউন্সিলর শহিদল্লাহ,লায়েক আলী ,আরিফ হোসেন,প্রকৌশলী মুখলেছুর রহমান,ইঞ্জিঃ দেলোয়ার হোসেন,রতন সরকার, এলাকা বাসির পক্ষে ভোলানাথ সরকার,হায়েত আলী ,য়ুবলীগ নেতা কামরুল ইসলাম প্রমূখ।

এর পর অতিথি বৃন্দরা সড়কটি বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

(ডিসিপি/এসপি/নভেম্বর ২০, ২০১৭)