রংপুর প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সব সময় অন্যের দোষ ধরে। পুরোনো খতিয়ান খুলে দেখুন, কার আমলে হিন্দু সম্প্রদায়ের উপর সবচেয়ে বেশি হামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলেই এ দেশে সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি হামলা হয়েছে।

ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়ায় হিন্দুদের বাড়িতে অগ্নি সংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শনে শেষে সোমবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রংপুরের ঠাকুরপাড়ায় জাতীয়তাবাদি ওলামা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সভাপতি ইনামুল হক মাজেদীর জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, কোথায় বিএনপির লোকজন জড়িত ছিল? রামুর ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা জড়িত। নাসিরনগরেতো উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে প্রকাশ্যে হামলা হয়েছে তা সবাই দেখেছে।

ঠাকুরপাড়ায় যদি দুই-একজন থেকে থাকে তাহলে সেটা তার ব্যক্তিগত অপরাধ। এজন্য তাকে শাস্তি পেতে হবে। দল, দলের নেতারা বা আমাদের যারা সত্যিকারের সামনের লোক তারা কখনো এসব কর্মকাণ্ডে জড়াবে না।

আওয়ামী লীগ ২০১৪ সালের মতোই আবারো বিনা ভোটে ক্ষমতায় আসার পরিকল্পনা করছে জানিয়ে তিনি বলেন, এখন সত্য কথা বলা যায় না। বিচারালয়, গণমাধ্যম তাদের দ্বারা নিয়ন্ত্রিত। আওয়ামী লীগের সঙ্গে ভিন্ন মত পোষণ করার কারণে প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে হয়েছে।

রংপুরের ঠাকুরপাড়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করে রামু, নাসিরনগরের মতোই বিএনপি এখানে উচ্চ পর্যায়ের তদন্ত দল পাঠাবে বলেও তিনি জানান।

এছাড়া রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদেরের সঙ্গে একই বিমানযোগে রংপুর আসা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার থেকেই তিনি ওইদিনের কর্মসূচি স্থগিত করেছিলেন।

ঘটনাস্থল পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ ১০ হাজার করে টাকা ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন তিনি।

এসময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাবেক সংসদ সদস্য পরিতোষ চক্রবর্তী, মোহাম্মদ আলী সরকার, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/নভেম্বর ২০, ২০১৭)