পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন পথচারী জাহানারা বেগম(৪৮) নামের ১ গৃহিনী। ড্রাইভার না থাকায় হেল্পার দিয়ে গাড়ি চালানোর কারনে দূর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

আজ ২০ নভেম্বর সোমবার ভোর ৭টার দিকে ঘটে এই পথ দুর্ঘটনাটি। মৃত ওই নারীর স্বামীর নাম আঃ জলিল। তাদের বাড়ি পাথরঘাটর কাকচিড়া ইউনিয়নের লেমুয়া গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কাকচিড়া নৌ-পুলিশ ফাড়ির (ইনচার্জ) ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আই.সঞ্জয় কুমার মুঠোফোনে খবরটি নিশ্চিত করেন।

তিনি জানান, বামনা-কাকচিড়া ব্রীজের উত্তরপাড়ে ঢাকা-কাকচিড় রুটের শতাব্দী পরিবহনের ১টি গাড়ি ওই স্থানে রাতে পার্ক করা ছিল। সকালে ১জন হেল্পার এসে ওই গাড়ি চালানোর চেষ্টা করলে ব্রীজ পাড় হওয়ার সময় ওই নারী পথচারীর গায়ে উঠে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় ওই ব্রীজের রেলিং দুমরে-মুচড়ে গেছে বলেও জানাগেছে।মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য জাহানারার মৃতদেহ বরগুনা মর্গে পাঠানো হবে এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এস.আই, মিঃ সঞ্জয়। ঘটনায় দায়ী হেল্পার পালিয়েছে। তার নাম জানা যায়নি।

(এটি/এসপি/নভেম্বর ২০, ২০১৭)